ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আজমিরীগঞ্জে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত ট্রলিচাপায় আমিনুর মিয়া (৩৫) নামে এক ধান মাড়াই মেশিনের শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের শান্তিপুরে এ ঘটনা ঘটে।

 

নিহত আমিনুর শিবপাশা গ্রামের মাফু মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানগাছ বোঝাই একটি ট্রলি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোড থেকে শান্তিপুর গ্রামের ছোট রাস্তায় ঢুকছিল। অন্যদিকে আমিনুর ও তার সহযোগিরা বিপরীত দিক থেকে ধানের মাড়াইকলবাহী ঠেলাগাড়ি টেনে বড় সড়কে উঠছিলেন। এ সময় ধানগাছ বোঝাই ট্রলিটি মাড়াইকলের গাড়ি টানতে থাকা আমিনুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।