ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ সিম বিক্রির দায়ে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
অবৈধ সিম বিক্রির দায়ে আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রির দায়ে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (৩০ এপ্রিল) যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩২০টি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- চক্রের মূলহোতা মো. আসলাম হোসেন (২৫) ও তার অন্যতম সহযোগী মিসকাত হোসেন (২০)।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষের তথ্য হাতিয়ে সিমকার্ড অবৈধভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেন। এরপর সেসব সিমকার্ড চাহিদা অনুযায়ী বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন।

অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা এ সিম ব্যবহার করতেন।

আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।