ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টেক ব্যাক বাংলাদেশ বিএনপির নকল করা ফাঁকাবুলি: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ২, ২০২৩
টেক ব্যাক বাংলাদেশ বিএনপির নকল করা ফাঁকাবুলি: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির টেক ব্যাক বাংলাদেশ মানে আবারও অন্ধকারে ফিরে যাওয়া। বর্তমান সরকারের সকল উন্নয়ন মুছে দিয়ে বিএনপির সময়কার আস্তাকুঁড়ে ফিরে গর্তে পড়ে যাওয়া।

মূলত এটা তাদের ফাঁকা বুলি।

সোমবার (০১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, মূলত বিএনপি নিজেরা কিছু করতে পারে না, নকল করার ওস্তাদ। তারা আমেরিকা থেকে টেক ব্যাক থিউরি এনেছে। তাদের টেক ব্যাক বাংলাদেশ মানে তত্বাবধায়ক সরকারের কথা বলে। তাই স্পষ্ট বলতে চাই সংধিবান অনুযায়ি নির্বাচন হবে, এক ইঞ্চিও তারতম্য ঘটবে না।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র এমজি হাক্কানিসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, মে ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।