ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ ও তার পরিবারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন 

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ২, ২০২৩
অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ ও তার পরিবারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন 

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

৩৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন করা হয়।

 

মঙ্গলবার (২ মে) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সংস্থাটির সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রী ফারজানা আনজুম খান এবং তার দুই মেয়ে শেওতাজ মুনাসী খান ও বারিশা পিনাজ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

সচিব জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আসামি কর্নেল মো. শহীদ উদ্দীন খানের (অব.) নামে দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলেও তিনি তার নিজের, তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেননি।  

কমিশনে তিনি সম্পদ বিবরণী দাখিল না করে অপরাধ করেছেন বিধায় এ অপরাধে তার বিরুদ্ধে কমিশন (দুদক) এর অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ গত ২০২১ সালের ২৪ জানুয়ারি মামলা দায়ের এবং ইতোমধ্যে মামলায় চার্জশিটও দাখিল করা হয়।  

তিনি আরও জানান, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধ তদন্তকালে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের সুপারিশ করে কর্তৃপক্ষের নিকট তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন সাক্ষ্য-স্মারক দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

বর্তমানে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।