ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ২, ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা: নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (২ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি ভবনে তিনি সাক্ষাৎ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা জানান। এছাড়া তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ত্যাগ ও বন্ধুত্বের গভীর বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভারতের সঙ্গে তার নিজের সম্পর্ককে স্মরণ করেন। এছাড়া তিনি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত বহুমুখী অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রতি তার পূর্ণ আস্থা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ০২, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।