ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ২, ২০২৩
পাবনায় পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত

পাবনা: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।  

জানা যায়, মঙ্গলবার (০২ মে) দুপুরে জেলা সদরের আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া এলাকায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে মিতু খাতুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে চাপা দেয় ওমর পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহত মিতু পশ্চিম বনগ্রাম এলাকার মৃত মিলন শেখের মেয়ে। তিনি জেলা সদরের ইসলামিয়া কলেজের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন।  

অপরদিকে একইদিনে দুপুরে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের সাটিয়া কোলা নামক স্থানে ঢাকাগামী শাহাজাদপুর ট্রাভেলস পরিবহনের সঙ্গে ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক জুয়েল মৃধা (২৮) ও হেলপার সুরুজ শেখ (২০) নিহত হয়েছেন।  

নিহত জুয়েল সাঁথিয়া খেতুপাড়া মহল্লার চাদু মৃধার ছেলে ও হেলপার সরুজ একই গ্রামের সুবহান শেখের ছেলে।  

একই দিনে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলেই মারা যান। পরে  স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় ঘাতক বাস দুটিকে আটক করেছে মাধপুর হাইওয়ে থানা পুলিশ। তবে বাস দুটির চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।