ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের সদস্য নুরুল আমিন (৪০) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) দিনগত মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার পাহাড়ী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নুরুল আমিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে। এসময় তার কাছ থেকে দেশি তৈরি একটি এলজি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, গত ৩০ এপ্রিল জাহাজপুরা পাহাড়ী এলাকা থেকে ২ জনকে অপহরণ করা হয়। পুলিশ টানা ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের পরবর্তী অপহৃতদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে। ২ জন অপহরণের ঘটনায় নুরুল আমিন জড়িত রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসবি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।