ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- মো. আল আমিন হোসেন, মো. নুরু মিয়া, মো. এনামুল হক ও মো. সুজন কাশেম।
বুধবার (৩ মে) দুপুরে গোয়েন্দা-উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর থানার কমলাপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসি হাবিবুর রহমান আরও জানান, কমলাপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের রাস্তায় দুই ব্যক্তি মাদক নিয়ে অস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমিন, নুরু মিয়া, এনামুল ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা বস্তা থেকে সাড়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে গাঁজা নিয়ে কমলাপুর আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসজেএ/এসএ