ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাসেম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত আবুল কাসেম বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী গ্রামের আজাহার আলির ছেলে।

বরিশাল নগরের ভাটিখানা এলাকায় একটি ব্যবসা (বেকারি) প্রতিষ্ঠান রয়েছে তার।

স্বজনরা জানান, মঙ্গলবার (২ মে) রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন আবুল কাশেম। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ছনের মসজিদ সংলগ্ন এলাকা অতিক্রমকালে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ৩, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।