ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) জানু মিয়া (৫৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার সাভারে।

বৃহস্পতিবার (৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার (৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, হাজতি হিসেবে বন্দি ছিলেন জানু মিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।