ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার পথশিশু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার পথশিশু

ঢাকা: রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে বারডেম হাসপাতালের সামনে ধর্ষণের শিকার হয় শিশুটি। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের পর ঢামেক হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়।  

সে জানায়, সেখানে গিয়ে দেখা যায় ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর এক যুবককে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী পথশিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নাম এক তরুণকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই তরুণ শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে  একটি কুঁড়েঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন গিয়ে রায়হানকে আটক করে।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।