ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে মাটি উত্তোলন, মেহেরপুরে এক ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
অবৈধভাবে মাটি উত্তোলন, মেহেরপুরে এক ব্যক্তিকে জরিমানা প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরে ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. ইলিয়াছ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টার দিকে জেলা সদর উপজেলার আমদহ ইউনিয়নের ইসলামপুর খালের মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

জরিমানাপ্রাপ্ত ইলিয়াছ একই উপজেলার আশরাফপুর গ্রামের মৃত মহাসীন বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, ইসলামপুর খালের মাঠে ইট প্রস্তুত করার উদ্দেশে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন করছে -এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় ও অপরাধ স্বীকার করায় ইলিয়াছ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

অভিযানকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মেহেরপুর ও সদর থানা পুলিশ সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।