ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে ঢিল: সিসিটিভিতে ধরা পড়েনি, ‘ম্যানুয়ালি’ জড়িতদের খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মে ৬, ২০২৩
মেট্রোরেলে ঢিল: সিসিটিভিতে ধরা পড়েনি, ‘ম্যানুয়ালি’ জড়িতদের খুঁজছে পুলিশ

ঢাকা: মেট্রোরেলে ঢিল ছুড়ে গ্লাস ভাঙার ঘটনার সাতদিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এ অপকর্মে জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, জড়িত কে বা কারা সেটি খুঁজতে ঘটনাস্থলের আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজে ঢিল ছুড়ার বিষয়টি পাওয়া যায়নি।

মেট্রোরেলের লাইন উপরে হওয়ায় এখন পর্যন্ত যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেসব সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়েনি। তবে আশপাশের ভবনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

গত ৩০ এপ্রিল আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে আগারগাঁও থেকে উত্তরাগামী মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ঢিল ছুড়া হয়। এতে ট্রেনটির গ্লাস ভেঙে যায়। এর ফলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ১ মে কাফরুল থানায় ঢাকা মেট্রোরেল লাইন-৬ এর সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন্স) মো. সামিউল কাদির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরাগামী মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।

বিষয়টি তদন্তে নেমে কাজীপাড়া মেট্রো স্টেশনের পূর্ব পাশের একাধিক ভবনের সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্তত অর্ধশত স্থানীয় বাসিন্দাদের। তবে এখনও খোঁজ মেলেনি সেই অজ্ঞাতদের।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (অপারেশন্স) মো. আব্দুল বাতেন বলেন, এখানে অনেকগুলো বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে। সময় ও স্থান অনুমান করে অনেকগুলো ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি মেট্রোরেল কর্তৃপক্ষের কাছেও ক্ষতিগ্রস্ত বগির ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে।

অজ্ঞাত আসামিদের খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, এখনও জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরা যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিলাম এখন পর্যন্ত তেমন কোনো আলামত পাওয়া যায়নি। মেট্রোরেল লাইনটি উপরে হওয়ায় সেসব সিসিটিভিতে ঘটনা ধরা পড়েনি।

তিনি আরও বলেন, আসামিদের খুঁজে পেতে এখন আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। আশপাশের ভবনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে বহুতল অনেক ভবন রয়েছে। যে কোনো ভবন বা ছাদ থেকে ঢিলটি ছুড়ে মারা হতে পারে।

আসামিদের খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চলছে। এজন্য একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।