ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নদীর চরে অজ্ঞাত মরদেহ, উদ্ধার করলো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
নদীর চরে অজ্ঞাত মরদেহ, উদ্ধার করলো পুলিশ

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের সাংগু নদীর চরে তামাক ক্ষেতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ মে) দুপুরে সাংগু নদীর চরে তামাক ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

সুত্রে জানা যায়, দুপুরে তামাক ক্ষেতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানালো হলে থানচি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হকের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, মরদেহের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

ওসি আরও জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।