ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিল থেকে ইয়াবাসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
হাতিরঝিল থেকে ইয়াবাসহ গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শনিবার (০৬ মে) রাতে হাতিরঝিল থানার বড় মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মিজানুর রহমান ওরফে মেজু, গোলাম মাওলা ওরফে রতন, রাজন মিয়া ও জুয়েল ওরফে জহির।

গ্রেপ্তার পাঁচজন কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রি করতেন। হাতিরঝিল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার ইমরান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।