ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
মেঘনায় কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

বরিশাল: বরিশালের মেঘনা নদীতে বালুবাহী কার্গো থেকে পড়ে ওবায়দুল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ, ফায়ার সার্ভিস ও কার্গোর লস্কর জানিয়েছেন।

ওবায়দুল সুনাগঞ্জের ছাতক উপজেলার চরগাঁও গ্রামের সাইদুর রহমানের ছেলে। পাশাপাশি তিনি কার্গো এমভি সিটমির শ্রমিক ছিলেন।

কার্গোর লস্কর সিব্বির জানান, ছাতক থেকে বালু নিয়ে খুলনার উদ্দেশে রওনা দেন তারা। মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এসে পৌঁছালে কার্গোর রেলিংয়ের পাশে বসে ছিল ওবায়দুল। এ সময় অপর একটি নৌযান পাশ দিয়ে যায়। এতে প্রচণ্ড টেউয়ের আঘাতে কার্গোটি কাত হয়ে যায়। তখন ওবায়দুল নদীতে পড়ে যান। এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। তারা ফায়ার সার্ভিস পাঠিয়েছিল। তারা ঘটনাস্থল দেখে গেছে।

সিব্বির জানান, তারা জেলেদের নিয়ে ঘটনাস্থলের আশপাশে জাল ফেলে তল্লাশি করেছেন। কিন্তু ওবায়দুলকে পাওয়া যায়নি।

হিজলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইদুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। রাত হওয়ায় উদ্ধার কাজ শুরু করেননি। সহায়তার প্রয়োজন হলে জানাতে বলেছেন।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ইউনিটের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, তাদের থানায় জিডি করতে পাঠিয়েছি। জিডি করে এলে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।