ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নারীকে খুনের পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মে ৭, ২০২৩
নারীকে খুনের পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক নারীকে হত্যার পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ মে) রাতে শহরের স্বর্ণপট্টি এলাকা থেকে স্বর্ণ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি। আটকরা হলেন- সঞ্জয় ও বিপ্লব দাশ।  

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল মামুন জানান, ৩ মে হত্যার শিকার নারীর স্বর্ণ দুজনের কাছ থেকে পাওয়া গেছে। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে।

৩ মে শহরের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগম হত্যার শিকার হন। এ সময় তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়।  

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।