ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্রেপ্তারের ৬ দিন পর কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৮, ২০২৩
গ্রেপ্তারের ৬ দিন পর কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু 

গাজীপুর: গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত হলেন- বি-বাড়ীয়ার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে যমুনা বেগম (৩৫)। এ কারাগারে তার হাজতি নং - ১০৭০/২৩।  

গত ২ মে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এরপর ৫ মে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। সে হিসেবে গ্রেপ্তারের ৬ দিন পরই মারা গেলেন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে গত ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওইদিন রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়। পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সোমবার (৮ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যায়। তাকে গত ২মে গ্রেফতারের পর নরসিংদী কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ৮, ২০২৩।  
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।