ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ৮, ২০২৩
বাগেরহাটে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটে রান্না ঘরে আগুন লেগে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

রোববার (৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।

সাফিয়া বেগম ওই গ্রামের আব্দুল গনির স্ত্রী।  

খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন গৃহিণী সাফিয়া বেগম। অসতর্কতাবসত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। এসময় বসতঘরে থাকা তার স্বামী আব্দুল গনিসহ অন্য সদস্যরা বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের চেষ্টায় আগুন কোথাও ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং বসতঘরেরও বেশ ক্ষতি হয়েছে।  
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।