ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি লেকে মিলল ফার্মাসিস্টের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
ধানমন্ডি লেকে মিলল ফার্মাসিস্টের মরদেহ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে পুলিশ বলছে, গত রোববার (৭ মে) ভোরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সোমবার (৮ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে খবর পেয়ে ধানমন্ডি চার নম্বর রোডের পাশের লেক থেকে ওই ফার্মাসিস্টের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ধানমন্ডি থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাসেল জানান, মৃত ইমতিয়াজ আহমেদ ধানমন্ডি ৩ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির ৮ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি পেশায় ফার্মাসিস্ট ছিলেন।

তিনি আরও জানান, নিহতের দুই পরিবার আছে। তার দ্বিতীয় স্ত্রীও ধানমন্ডি অপর একটি এলাকায় থাকেন। এ কারণে পারিবারিক ঝামেলা চলছিল। মরদেহের হাতের তালুর বিপরীত পাশে একটা কাটা দাগ দেখা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে পাশাপাশি সব বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।