ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাসু কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ৮, ২০২৩
সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাসু কারাগারে

সিলেট: নির্বাচনের আগেই কারাগারে গেলেন সাবেক কাউন্সিলর ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা দিনার খান হাসু।

সোমবার (৮ মে) দুপুরে নাশকতা মামলায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি।

কিন্তু আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালে কোতোয়ালী থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় দিনার খান হাসু সোমবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ জামিল। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ও অ্যাডভোকেট সামিউল আলম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট শফিউল আলম।

২০১৮ সালে দায়ের করা নাশকতা মামলা দায়েরের সময় দিনার খান হাসু যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে দাবি করেন আইনজীবীরা। হাসু সিলেট মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক। তিনি নগরের রায়নগর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ৮, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।