ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্দ্যোগে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার (০৯ মে) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে সেন্ট প্যাট্রিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এবং অসুস্থ অসহায় তিন জন ব্যক্তিকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

প্রায় সাড়ে ৪০০ জন বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান, জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।