ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
বরিশালে ইয়াবাসহ কারবারি আটক

বরিশাল: বরিশাল নগরের উলালঘুনিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ বশির হাওলাদার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

বশির হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার কাঞ্চল আলী হাওলাদারের ছেল।

এর আগে নগরের ৪ নম্বর ওয়ার্ডে উলালঘুনি এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামেন অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।