ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মে ১০, ২০২৩
যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ মামুন আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপথ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, কতিপয় মাদক কারবারি সায়দাবাদ জনপথ মোড় এলাকায় ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যেরর ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুনকে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

মামুন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিদের কাছ থেকে ফেনসডিল সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।