ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গাছ কাটলে কেউ মর্মাহত হতেই পারে: মেয়র তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
গাছ কাটলে কেউ মর্মাহত হতেই পারে: মেয়র তাপস মেয়র তাপস

ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে সড়ক বিভাজকে গাছ কাটার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘গাছ কাটলে কেউ মর্মাহত হতেই পারে, কষ্ট পেতেই পারে, এটা স্বাভাবিক। এটা তাদের আবেগের বিষয়।

কিন্তু আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে। ’

বুধবার (১০ মে) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

মেয়র তাপস বলেন, ‘যে গাছ কাটতে হবে, সেগুলো অপসারণ করে সেখানে আবার নতুন করে তিনগুণ গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হবে; এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। ব্যক্তিগতভাবে আমিও গাছ পছন্দ করি। কিন্তু আমাদের উন্নয়ন কাজও তো করতে হবে’।

এ সময় বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, সুধীজন, কাউন্সিলর ও পরামর্শক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
এইচএমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।