ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মগবাজার ফ্লাইওভারে ৮ গাড়ি দুমড়েমুচড়ে দিল ট্রাক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
মগবাজার ফ্লাইওভারে ৮ গাড়ি দুমড়েমুচড়ে দিল ট্রাক! ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা

ঢাকা: রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি ইটবোঝাই ট্রাক ব্রেক ফেল করে সামনের কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে।

এতে দুমড়েমুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ অন্তত আটটি গাড়ি।

এ ঘটনায় গুরুতর না হলেও সেসব গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকটি ব্রেক ফেল করে। এ সময় সামনে থাকা সিএনজি ও প্রাইভেটকারসহ প্রায় আটটি যানবাহনকে ধাক্কা দিলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ট্রাকের ধাক্কায় সামনের যানবাহনে থাকা চালক ও যাত্রীরা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো আঘাতই গুরুতর নয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিএম/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।