ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১০, ২০২৩
সড়কের পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ থেকে মোহাম্মদ ফজর আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (১০ মে) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সাদপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে তার মরেদহ উদ্ধার হয়।

জানা গেছে, সড়কের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. আশিকুর রহমান ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তার পরণে লুঙ্গি, গায়ে কমলা রঙের গেঞ্জি ও মুখে কাঁচাপাকা দাড়ি ছিল।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান বলেন, নিহত ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার ধুমঘাট কেওড়াতলার বাসিন্দা। তার সার্বিক বিষয়ে আরও জানার জন্য চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।