ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দনিয়ায় মারামারি: পুলিশ কাজ করছে, আহতরা নজরদারিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মে ১১, ২০২৩
দনিয়ায় মারামারি: পুলিশ কাজ করছে, আহতরা নজরদারিতে

ঢাকা: যাত্রাবাড়ীর শনিরআখড়া দনিয়া কলেজের সামনে মারামারির ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন- তামিম (১৮), ইয়াছিন আরাফাত রুবেল (১৮) ও আরিফুল ইসলাম শাওন (১৭)।

এদের মধ্যে রুবেল ও তামিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতাল থেকে আটক করে নিয়ে গেছে। শাওন পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন।

মারামারির এ ঘটনায় চলমান এসএসসি পরীক্ষার্থী মুশফিক ইসলাম তাজুন ছুরিকাঘাতে মারা যায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, মারামারির ঘটনায় চারজন আহত হয়েছে। এদের মধ্যে রুবেল ও তামিমকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত শাওন পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আর পড়ুন: দনিয়া কলেজের সামনে মারামারিতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

তিনি আরও বলেন, গত তিনদিন আগে শনিরআখড়া এলাকায় একটা মারামারির ঘটনা ঘটে। এর জেরেই আজকের মারামারির ঘটনা ঘটে। এতে মুশফিক ইসলাম তাজুন(১৮) নামে এক শিক্ষার্থী মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, সমস্ত বিষয় নিয়ে আমার মাঠে কাজ করছি। এই ঘটনায় একজন শিক্ষার্থী নিহতের পাশাপাশি কয়েকজন আহত আছেন। তাদেরও পুলিশ নজরদারিতে রেখেছে।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
এজেডএস/এনএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।