ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি ফাইল ছবি/জিএম মুজিবুর

ঢাকা: চলমান সংঘাতকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ৫২ বাংলাদেশি।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা নাগাদ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বিমানবন্দরের একটি সূত্রে এই খবর জানা গেছে।

এর আগে, বুধবার (১০ মে) পোর্ট সুদান থেকে সুদানভিত্তিক উড়োজাহাজ সংস্থা বদর এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছান মোট ১৭৬ জন বাংলাদেশি। তা‌দের মধ্যে থেকে ৫২ জন দেশে ফিরেছেন। ক্রমান্বয়ে বাকীদেরও ফেরত আনা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে ক‌রে তাদের সেখানে নেওয়া হয়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।