ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মামলা জট কমিয়ে ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছি: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
মামলা জট কমিয়ে ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছি: আইনমন্ত্রী

ঢাকা: সারাদেশের আদালতে মামলাজট কমিয়ে ন্যায়বিচার নিশ্চিতের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি এ কথা জানান।

 

সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘১৪৯তম রিফ্রেশার কোর্স' এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সারাদেশের আদালতগুলোর মামলাজট কমিয়ে আনতে সব ধরনের অস্ত্র সরকার ব্যবহার করছে। বিচারকদের পদায়ন ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট নিরসনের চেষ্টা করছি। মামলাজট কমিয়ে আনার মাধ্যমে ন্যায়বিচার যেন নিশ্চিত করা যায় সেই চেষ্টাও করছি।

আপিল বিভাগে মামলা জট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয় এটা আপিল বিভাগ তাড়াতাড়ি করবে। কিছু মামলা জমে গেছে। ওনারাও চেষ্টা করছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আশা করি, কিছুদিনের মধ্যেই আপ টু ডেট হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।