ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাতের মূল্য বৃদ্ধি, হাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ভাতের মূল্য বৃদ্ধি, হাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনাজপুর: ভাতের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে দোকানদারকে মারধরের ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সব দোকানপাট বন্ধ রেখেছ হোটেল ব্যবসায়ীরা।  

শনিবার (১৩ মে) এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে হাবিপ্রবিরশিক্ষার্থীরা।

এসময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।  

সমস্যা সমাধানে আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা জানান, এখানকার হোটেল ব্যবসায়ীরা হঠাৎ করে ভাতের দাম বাড়িয়ে দিয়েছে। গত ৩ মে এক প্লেট ভাত ১০ টাকায় বিক্রি করলেও এখন পাঁচ টাকা বাড়িয়ে ১৫ টাকা দরে প্রতি প্লেট বিক্রি করছে। দাম বাড়ালেও চালের বা ভাতের গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। এসব কথা বলতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এর জেরে তারা সকাল থেকে দোকানপাট বন্ধ রেখেছে হোটেল ব্যবসায়ীরা।  

শিক্ষার্থীরা আরও জানান, ক্যাম্পাসের বাইরে অনেক শিক্ষার্থী থাকে যারা হোটেলে খাওয়া দাওয়া করে। তারা একটা সিন্ডিকেট করে সবধরনের দোকানপাট বন্ধ রেখেছে। আমরা ব্যবসায়ীদের কালো হাত ভেঙ্গে দিতে চাই। তাই রাস্তা অবরোধ করেছি।  

দোকান মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, ভাতের দাম নিয়ে কয়েকদিন ধরে হোটেলগুলোতে গণ্ডগোল। শক্রবার (১২ মে) একটা দোকানে হামলা করে ভাঙচুর করেছে। কয়েকদিন আগে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা নিরব প্রতিবাদ হিসেবে দোকান বন্ধ রেখেছি। শিক্ষার্থীদের কাছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছি। আমরা বিষয়টি প্রক্টরকে জানিয়েছি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরাধ করেন। মূল্য সংযাজন করে দোকান চালু করার আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরাধ প্রত্যাহার করেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।