ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে এসি মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ধানমন্ডিতে এসি মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার এসি মেরামতের সময় নিচে পড়ে সুজন কুমার দাস (২৯) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) বেলা দেড়টার দিকে ধানমন্ডি রোড নম্বর ৮/এ, ৮৯ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু সুজনকে সহকর্মী উদ্ধার করে নিউরোসাইয়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, সুজনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তার বাবার নাম হারাধন দাস। বর্তমানে মিরপুর এলাকায় থাকতেন। এসি মেরামতের কাজ করতেন তিনি। দুপুরে ধানমন্ডিতে ৬ তলা বাড়িটির ৬ষ্ঠ তলার ভবনের বাহির পাশের এসি মেরামতের কাজ করছিলেন। তখন সেখান থেকে নিচে পড়ে যান তিনি। সহকর্মী তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে হাসপাতালটি থেকে উদ্ধার করা হয় সুজনের মরদেহ। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।