ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা

রাখাইনে বাংলাদেশ কনস্যুলেটের যোগাযোগ বিচ্ছিন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ১৪, ২০২৩
রাখাইনে বাংলাদেশ কনস্যুলেটের যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতের কারণে মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ কনস্যুলেটের যোগাযোগের মূল টাওয়ার পড়ে গেছে। এতে কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

রোববার (১৪ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাখাইনের রাজধানী সিটুয়েরে অনেক ক্ষতি হয়েছে। যোগাযোগের মূল টাওয়ার পড়ে গেছে। আমাদের দূতাবাসের দপ্তরটি সমুদ্র থেকে ৭শ মিটার দূরে। কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু সেখানেই তারা আছেন। তবে এখন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যোগাযোগ স্থাপনে সময় লাগবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রবলভাবে আঘাত হানে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।