ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
শাহজাহানপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে চার হাজার ইয়াবা ও মোবাইল ফোনসহ সুমি খাতুন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।  

সোমবার (১৫ মে) দুপুরে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

এর আগে রোববার (১৪ মে) দিনগত রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

এরশাদুর রহমান জানান, মাদকবিক্রেতা সুমি শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ও মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার সুমি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।

তার নামে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।