ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিদেশি ১৫ প্রকৌশলী।  

সোমবার (১৫ মে) দুপুরে বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইইবি) ৬০তম কনভেনশনে আগত ভারত ও নেপালের প্রকৌশলীরা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫'র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, ভারতের প্রকৌশলী বরুণ কুমার বসাক, ত্রিপুরার প্রকৌশলী ড. শুভদীপ ভট্টাচার্জী, নেপালের প্রকৌশলী ড. হরি বাহাদুর ডারলামি, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদসহ বাংলাদেশের আরও ৩০ জন প্রকৌশলী উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশা‌সিক ভব‌নে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিদেশি প্রকৌশলীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ