ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

বরিশাল: আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে কয়েক দফায় এ জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মঈন উদ্দিন আহমেদ।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত জরিমানাপ্রাপ্ত কাউন্সিলরদের নাম প্রকাশ করেননি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন আহমেদ জানান, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।