ফরিদপুর: ফরিদপুরের সালথায় ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লিয়নকে বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার লিয়ন একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এ সময় তিনি বলেন, লিয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে বুধবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসআরএস