ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চাচির সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
চাচির সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা

বরিশাল: বরিশালের গৌরনদীতে পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নয়ন তালুকদার (১৬) নামের এক কিশোর।

মঙ্গলবার (১৬ মে) সকালে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নয়ন তালুকদার ওই গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, চাচির সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমান করে মঙ্গলবার (১৬ মে) ভোরে নিজঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে নয়ন।

গৌরনদী মডেল থানার এসআই মো. সহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।