ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জামালপুর, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জামালপুর, নিহত ১

জামালপুর: ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো জামালপুর জেলা।

মঙ্গলবার (১৬ মে) রাত ৯টায় শুরু হওয়া এ ঝড়ে গাছ চাপায় মেলান্দহ উপজেলায় সুজন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলার আমবাড়িয়া বাজারে নিজের দোকানের ওপর গাছ ভেঙ্গে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সুজন আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে।

জানা যায়, রাত সোয়া ৯টার দিকে আকস্মিক বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। এতে ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে রাস্তায় গাছ পরে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা প্রশাসক শ্রাবস্তি রায় বাংলানিউজকে জানান, এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।