ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভেঙে পড়লো নবনির্মিত বাস টার্মিনালের কাঁচ

সিলেটে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মে ১৭, ২০২৩
সিলেটে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড ছবি: মাহমুদ হোসেন

সিলেট: কাল বৈশাখী ঝড়ে সিলেটে বেশ কয়েকটি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উড়িয়ে নিয়েছে বেশ কয়েকটি টিনের চালা।

ঝড়ে ভেঙে পড়েছে নবনির্মিত কদমতলী বাস টার্মিনাল ভবনের কাঁচ।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের একজন মহাজনপট্টি ফেরদৌস ম্যানশন সংলগ্ন সুজা মিয়ার কলোনীর বাসিন্দা রমজান আলী বলেন, বিকেলে কাল বৈশাখী ঝড়ে তার বসতঘরসহ ১২টি ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। এ সময় স্ত্রী সন্তান নিয়ে তারা অন্যত্র আশ্রয় নেন। এছাড়া নগরের মিরা বাজার এলাকায় ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি দোকান। ঝড়ে দোকানের চালা উড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।  

ঝড়বৃষ্টির কারণে নগরের হাওয়াপাড়া, মিরাবাজার-জামেয়া সড়ক, দাড়িয়াপাড়া, সওদাগরটুলা, পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

এদিকে, ঝড়ে নব‌নি‌র্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের কাঁচ ভেঙে পড়েছে। ঝড়বৃষ্টির সময় ভবনটির একদিকের কাঁচ ভেঙে পড়ে। বিশ্ব ব্যাংকের ৬৭ কোটি টাকা অর্থায়নে সিলেট সিটি করপোরেশন এ বাস টার্মিনাল ভবনটি নির্মাণ করে। চল‌তি বছরের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।