ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিমাপে কারচুপি, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
পরিমাপে কারচুপি, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

নীলফামারী: নীলফামারীতে পরিমাপে কারচুপি ও বাৎসরিক ভেরিফিকেশন না করায় দুই ফিলিং স্টেশনের ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ, ওজন ও পরিমাপে সঠিকতা যাচাইয়ের লক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন আহমেদ।  

এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের কর্মকর্তা জুনায়েদ আহমেদ ও মাঠ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, পরিমাপে কারচুপির অপরাধে এবং বাৎসরিক ভেরিফিকেশন না করায় নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের মেসার্স হক ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং জেলা সদরের বাদিয়ার মোড় এলাকায় মেসার্স দেওয়ান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জ্বালানি তেলের মান যাচাইয়ের লক্ষে শহরের বাইপাস সড়কের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, মেসার্স হক ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।