ঢাকা: রাজধানীতে ঝড়ের সময় তিনটি পৃথক জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ আসে ফায়ার সার্ভিসে। তবে এর মধ্যে দুই স্থানে আগুনের অস্তিত্ব মিলেছে।
বুধবার (১৭ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এরমধ্যে মিরপুর-১ এর কল্যাণপুর সলিমুল্লা মার্কেটের পাশে একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া নিউ মার্কেট-সাইন্স ল্যাবরেটরি এলাকায় একটি মোবাইল টাওয়ারে অগ্নিকাণ্ডের সংবাদের সেখানেও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। পাশাপাশি রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।
তিনি আরও জানান, এলিফ্যান্ট রোডের সাইন্সল্যাবরেটরি এলাকায় মোবাইল টাওয়ারে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। তবে সেখানে গিয়ে কোনো আগুন পাওয়া যায়নি। এছাড়া মিরপুর-১ এর কল্যাণপুর সলিমুল্লাহ মার্কেটের পাশে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ইউনিট পাঠানো হয়েছে। পাশাপাশি রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানেও দুইটি ইউনিট পাঠানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এজেডএস/এমএমজেড