ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় আগুনে পুড়লো অর্ধ শতাধিক দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
দীঘিনালায় আগুনে পুড়লো অর্ধ শতাধিক দোকান

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বাস টার্মিনালে আগুন লেগে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৬) দিনগত রাত সোয়া ১টার দিকে এ আগুন লাগে।

আগেুনে বাস টার্মিনালের কাঁচা ও আধা পাকা অর্ধশতাধিক দোকানপাট পুড়ে যায়। এসময় কোনো ব্যবসায়ীই তাদের দোকানের মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ।

খবর পেয়ে খাগড়াছড়ি থেকে একটি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এগিয়ে আসে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।