ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বেতাগীতে জব্দ চাল কর্মহীনদের মাঝে বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বেতাগীতে জব্দ চাল কর্মহীনদের মাঝে বিতরণ

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় প্রশাসনের মাধ্যমে সরকারি জব্দ করা চাল কোট পুলিশের আয়োজনে ও আদালতের নির্দেশে কর্মহীন অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৭ মে) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ চাল বিতরণ করা হয়।

বিতরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার, মো. নাহিদ হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জীব দাস, কোর্ট ইন্সপেক্টর বশিরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।  

জব্দ করা ১০০ বস্তা চাল থেকে ৮ কেজি করে মোট ৩৬২ জনকে ২ হাজার ৮৯৬ কেজি চাল বিতরণ করা হয়।  

মামলা সূত্রে জানা গেছে, বেতাগীতে জেলেদের মধ্যে বিতরণ করতে দেওয়া দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তার (ভিজিএফ) ১০০ বস্তা চাল স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে উপজেলার সদর ইউনিয়নের কবির হাওলাদারের বাড়িতে অবৈধ মজুদ রাখা হয়। বিষয়টি জানতে পেরে গত ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও মামলার বাদী ঘটনাস্থল থেকে ২ লাখ টাকা বাজার মূল্যের ওই চাল জব্দ করে বেতাগী উপজেলা পরিষদে সংরক্ষণ করেন। পরে গত ৪ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে বেতাগী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন বেতাগী মৎস্য অফিসের মাঠ সহায়ক সঞ্জয় চন্দ্র দেবনাথ। পরে বেতাগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক মামলাটি আমলে নিয়ে পর্যালোচনা করেন এবং এরই ভিত্তিতে ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মালখানা একটি আদেশ জারি করেন।  

মামলার ধার্য তারিখে ১০ কেজি চাল নমুনা স্বরূপ রেখে বাকি পচনশীল আলামত চাল বিধি অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়। পাশাপাশি এতিমখানা, গরিব, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ চাল বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।