ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় মুদি দোকান আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২৩
রায়পুরায় মুদি দোকান আগুনে পুড়ে ছাই

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার একটি বাজারে ভয়াবহ আগুন লেগে দুটি মুদি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৭ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা বাজারে এ আগুন লাগে।

 

বাজারের ব্যবসায়ীরা জানায়, রাত ৯টায় প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে মনির হোসেনের বায়েজিদ জেনারেল স্টোর ও দারু মিয়ার মাহফুজ ভ্যারাইটিজ স্টোরে আগুন দেখতে পায় বাজারের লোকজন।  পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করে। এসময় আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এসময় আগুন নেভাতে গিয়ে ছিদ্দিক নামে একজন আহত হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, সারাদিন বেচাকেনা করে  দোকান বন্ধ করে বাড়িতে যাওয়া মাত্রই আগুন লাগার খবর পাই। এসে দেখি দোকানের সব পুড়ে গেছে।  আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হইছে।  ধার দেনা করে দোকানে মাল তুলেছিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম।

ফায়ার সার্ভিস ইনচার্জ ফারুক আহমেদ  বলেন, রাত ৯ টা ৪৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে এসে জানতে পারি স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুনে দুইটি দোকান পুড়ে গেছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।