ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
গাংনী সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেহেরপুর: প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

গাংনী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতর বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক উন্মোচন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

মেহেরপুর জেলা রেজিস্ট্রার (ডিআরও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা, ও ঠিকাদার প্রতিষ্ঠা বাবর অ্যাসোসিয়েটের পক্ষে মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, ৪ কোটি ৮৫ লাখ টাকা প্রাথমিক ব্যয় ধরা হয়েছে। চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর করা হলেও এখন দোতালা পর্যন্ত নির্মিত হবে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার ভবন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।