ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশীয় অস্ত্রসহ ২ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
দেশীয় অস্ত্রসহ ২ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার গ্রেপ্তার দুই ছিনতাইকারী

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানার একটি টিম। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।  

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা সূত্রে আরও জানা যায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাবতলী থেকে বড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকে। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে নারী পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে জ্যামের সৃষ্টি হলে গ্রেপ্তাররা সিএনজির রেক্সিন কভার চাকু, ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষণিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।