ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
নেত্রকোনায় বজ্রপাতে জেলের মৃত্যু প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুমন বর্মণ (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল বর্মণ নামে আরেক জেলে আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সমে) সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

মৃত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ তার প্রতিবেশী।

সুমন বর্মণের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন বর্মণ, রুবেল বর্মণসহ আরও অনেকে। হঠাৎ একটি বজ্র এসে পড়ে সুমন বর্মণের ওপর। এতে গুরুতর আহত হয় সুমন। এ সময় পাশে থাকা রুবেলও সামান্য আহত হয়।  কাছাকাছি থাকা অন্য জেলেরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সুমনের পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।