ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির দূতাবাসে আবেদন করতে হবে

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২০, ২০২৩
রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির দূতাবাসে আবেদন করতে হবে

ঢাকা: রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের আবেদনপত্র নতুন দিল্লিতে দেশটির দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ মে) দিল্লির রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোমানিয়া দূতাবাস জানায়, সব ভিসা আবেদনকারীদের তাদের কাজের পারমিট এবং ই-ভিসা প্রক্রিয়ায় আবেদনের তারিখের ওপর ভিত্তি করে সাক্ষাৎকার নির্ধারিত হবে। সাক্ষাৎকারটি সরাসরি অনুষ্ঠিত হবে। সেটি ইংরেজি অথবা  রোমনিয়া ভাষায় দেওয়া যাবে। তবে কে কোন ভাষায় সাক্ষাৎকার দিতে আগ্রহী সেটা আগে থেকে ঘোষণা দিতে হবে।

প্রসঙ্গত, রোমানিয়ার ভিসার টিম সম্প্রতি বাংলাদেশে অবস্থান করে ভিসার আবেদন গ্রহণ করেছিল। এখন পুনরায় দিল্লিতে গিয়ে বাংলাদেশিদের আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মে ২০, ২০২৩
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।