কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে সহপাঠীর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পান্টি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। সে পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ মে) বিকেল ৩টার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও পান্টি গ্রামের মিলনের ছেলে ওবায়দুল শেখ ইমনের (১৯) মধ্যে স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় ইমন তার পকেটে থাকা ড্যাগার বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তানজিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মূল কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওবায়দুল শেখ ইমন এবং তার পরিবারের লোকজন পলাতক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত ইমনকে আটকের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২০, ২০২৩
এনএস